এই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতম উপ-ব্যবস্থাপনা পরিচালককে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করতে নির্দেশ দিয়েছ হাই কোর্ট।
Published : 08 Sep 2024, 10:49 PM
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক-এমডি পদে প্রকৌশলী এ কে এম সহিদের নিয়োগ স্থগিত করেছে হাই কোর্ট।
একইসঙ্গে এই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতম উপ-ব্যবস্থাপনা পরিচালককে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ কে এম সহিদের পদায়নের বিষয়টি চ্যালেঞ্জ করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর বিচারপতি আশিষ রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়।
রিটকারীর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব রোববার আদেশের বিষয়ে তথ্য দিয়েছেন।
প্রকৌশলী এ কে এম সহিদ নিয়োগের আগে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
সৈয়দ মামুন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক এমডি তাকসিম এ খানের নিয়োগ বাতিল করে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত ঢাকা ওয়াসায় কর্মরত জ্যেষ্ঠতম উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালকের সব দায়িত্ব পালন করবেন।
“কিন্তু জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম সহিদ উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়।”
মামুন মাহবুব বলেন, এই নিয়োগকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন মো. আনিসুজ্জামান। শুনানি নিয়ে সহিদের নিয়োগ স্থগিত করা হয়; এই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতম উপ-ব্যবস্থাপনা পরিচালককে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়।
“এ ছাড়া জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এ কে এম সহিদ উদ্দিনকে নিয়োগ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারি করা হয়।”
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে তাকসিম এ খানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক করা হয়। এরপর তার মেয়াদ বাড়ানো হয় ৭ দফা। সবশেষ ২০২৩ সালের অগাস্টে বিভিন্ন মহলের প্রবল আপত্তির মধ্যেও বাড়ানো হয় তার চাকরির মেয়াদ।
গত ৫ অগাস্ট সরকার পতনের পর ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ তাকসিম এ খানসহ কয়েকজন কর্মকর্তাকে ওয়াসা ভবনে প্রবেশে বাধা দেয়। সে কারণে তারা ওয়াসা ভবনে যাচ্ছিলেন না।
এরপর ১৪ অগাস্ট স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তাকসিম খান। পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ।
১৫ অগাস্ট উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম সহিদ উদ্দিনকে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়।