নতুন সূচি অনুযায়ী ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হবে।
Published : 26 Mar 2025, 03:23 PM
দাখিলের বাংলা প্রথম পত্র পরীক্ষা একদিন পিছিয়ে দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
২০ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই দিন ‘ইস্টার সানডে’ পড়েছে। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হবে।
বুধবার এই সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০ এপ্রিলের বাংলা প্রথম পত্র পরীক্ষা পিছিয়ে ২১ এপ্রিল নেওয়া হবে। সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে।"
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইস্টার সানডের কারণে দাখিলের বাংলা প্রথম পত্র পরীক্ষা পেছানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরীক্ষাগুলো নেওয়া হয়। ইস্টার সানডের কারণে এসএসসির একটি পরীক্ষা পিছিয়েছে। তাই আমরাও বাংলা প্রথম পত্র পরীক্ষা পিছিয়েছি।"
এ নিয়ে দ্বিতীয় দফায় দাখিল পরীক্ষার সূচিতে সংশোধন আনল মাদ্রাসা শিক্ষা বোর্ড। এর আগে আগামী ১৩ এপ্রিল দাখিলের আরবি প্রথম পত্র পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছিল। ওই পরীক্ষাটি এক মাস পিছিয়ে আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে।
আগামী ১০ এপ্রিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে দাখিল পরীক্ষাও। কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে।
১৩ মে পর্যন্ত দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে। আর ১৪ থেকে ১৮ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে এসএসসি পরীক্ষার সূচিতেও দুই দফা পরিবর্তন এনেছে সাধারণ শিক্ষা বোর্ডগুলো। ১৩ এপ্রিল এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে, এ পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হচ্ছে।
আর আগামী ২০ এপ্রিল এসএসসির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২১ এপ্রিল নেওয়া হয়েছে।
‘ইস্টার সানডের’ কারণে গণিত পরীক্ষা পেছানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন বোর্ডের কর্মকর্তারা।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় বসছেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। এদের মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী।
আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
এসএসসি ও সমমান পরীক্ষার সময় ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।