বেবিচক চেয়ারম্যান ও বাংলাদেশের সব বিমানবন্দরের নির্বাহী কর্মকর্তারা চুক্তিতে সই করেন।
Published : 11 Jul 2024, 10:42 PM
মাঠ পর্যায়ের কার্যালয়গুলোর সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ঢাকার কুর্মিটোলায় নিজেদের সদর দপ্তরে বৃহস্পতিবার চুক্তি সইয়ের কথা বেবিচক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী এবং বাংলাদেশের সকল বিমানবন্দরের নির্বাহী কর্মকর্তারা স্বাক্ষর করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, “এ চুক্তির মাধ্যমে আমরা আমাদের কর্মসম্পাদন করার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে থাকি। এর যথাযথ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকি।”
বেবিচকের চেয়ারম্যান বলেন, “বিগত বছরগুলোতে বেবিচক এবং এর মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ সফলভাবে এপিএ বাস্তবায়ন করে আসছে। এর ধারাবাহিকতায় ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ, রানওয়ে সম্প্রসারণসহ কাজসহ বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।”