আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভ্যাটিকান সিটিতে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে।
Published : 06 Mar 2025, 09:38 PM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড মিটিং অন হিউম্যান ফ্র্যাটার্নিটি’-তে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস।
ভ্যাটিকানের 'ফোন্ডাজিওনে ফ্রাতেলি তুত্তি'-এর মহাসচিব ফাদার ফ্রান্সেসকো ওকেত্তা বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
নোবেলজয়ী ইউনূসের বৈশ্বিক প্রভাবের প্রশংসা করে ওকেত্তা বলেন, "আপনি শীর্ষস্থানীয় নেতা; এক অনন্য ব্যক্তিত্ব।"
আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভ্যাটিকান সিটিতে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে, যেখানে বিশ্বনেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব ও চিন্তাবিদরা একত্রিত হবেন ঐক্য, শান্তি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করতে।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে ‘টেবিলস অব হিউম্যানিটি’-এর খসড়া প্রস্তুত করা। এটি হবে একটি মৌলিক নীতিমালা, যা শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবিক মূল্যবোধের সার্বজনীন দিকনির্দেশনা দেবে এবং ‘নিউ হিউম্যান চার্টার’ প্রণয়ন করবে। এই চার্টারে পোপ ফ্রান্সিসের একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বিশ্ব গঠনের স্বপ্ন প্রতিফলিত হবে।
সম্মেলনের প্রধান সমাবেশ হবে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে, যা বিশ্বের অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে চিহ্নিত হতে পারে।
এছাড়া গ্লোবাল কনসার্ট, আলোচনা ও মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে মানব ভ্রাতৃত্বের মূলনীতি তুলে ধরা হবে।
ওকেত্তা বলেন, বিশ্বের বিশিষ্ট নেতারা এই সম্মেলনে অংশ নেবেন।
ইউনূস বৈঠকে পোপ ফ্রান্সিসের শরীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং শুভেচ্ছা জানিয়ে বলেন, "তিনি একজন অসাধারণ মানুষ।"
জবাবে ওকেত্তা বলেন, "আমরা শুধু আপনাকে আমন্ত্রণ জানাতে আসিনি, বরং বাংলাদেশকে আমাদের সমর্থন, যত্ন ও ভালোবাসা প্রদর্শনের জন্যও এসেছি।"
ইউনূস সম্মেলনে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, "আমি এই আয়োজনে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।"
ভ্যাটিকান ইউনূসের ‘থ্রি জিরো’ নীতিকে (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ) বৈশ্বিক পরিবর্তনে তার নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচনা করে বলেছে, এটি একটি ন্যায়সংগত ও টেকসই বিশ্ব গঠনে তার প্রতিশ্রুতির প্রতিফলন।