ট্রাস্ট বলছে, প্রতিবন্ধী, এতিম, ভূমিহীন পরিবারের সন্তান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান, অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের সন্তানরা ভর্তি সহায়তা পেতে অগ্রাধিকার পাবেন।
Published : 11 Feb 2025, 09:21 PM
স্নাতক ও পাস কোর্সের প্রথম বর্ষের ‘অস্বচ্ছল’ শিক্ষার্থীদের ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও সমমান পর্যায়ের প্রথমবর্ষের ‘অস্বচ্ছল’ শিক্ষার্থীদের এ সহায়তা দেওয়া হবে।
‘ভর্তি নিশ্চিতে’ এ সহায়তা পেতে ‘অস্বচ্ছল’ শিক্ষার্থীদের আবেদনগ্রহণ চলছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে প্রতি বছর ভর্তি সহায়তা দেয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
ট্রাস্ট থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা-২০২০’ অনুযায়ী, স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা ১০ হাজার টাকা ভর্তি সহায়তা পাবেন।
গত ৬ ফেব্রুয়ারি থেকে https://www.eservice.pmeat.gov.bd/admission/ লিংকে প্রবেশ করে ভর্তি সহায়তার জন্য আবেদন করতে পারছেন শিক্ষার্থীরা।
সেজন্য ট্রাস্টের ওয়েবসাইটে ভর্তি সহায়তা সেবা বক্সে (https://www.eservice.pmeat.gov.bd/admission/) আপলোড করা নির্ধারিত প্রত্যয়ণ ফরম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের সুপারিশ নিয়ে অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে।
সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীর সন্তান আর্থিক অনুদান পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবে। অন্যান্য ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে।
অনলাইনে আবেদনের সময় ১৩ থেকে ২০ তম গ্রেডে কর্মরত সরকারি কর্মচারীদের সন্তানদের অভিভাবকের বেতন গ্রেড সংক্রান্ত অফিস প্রধানের প্রত্যায়ন সংযুক্ত করতে বলেছে ট্রাস্ট। আর অন্যান্য ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম মর্মে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়ন আপলোড করতে হবে।
ট্রাস্ট বলছে, প্রতিবন্ধী, এতিম, ভূমিহীন পরিবারের সন্তান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান, অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের সন্তানরা ভর্তি সহায়তা পেতে অগ্রাধিকার পাবেন।
এ ধরনের অস্বচ্ছল শিক্ষার্থীদের অগ্রাধিকার পাওয়ার প্রমাণপত্র আপলোড করতে হবে। অনার্স ও পাস কোর্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবেদনের সঙ্গে সর্বশেষ উত্তীর্ণ হওয়া শ্রেণি বা পরীক্ষার নম্বরপত্র আপলোড করতে বলা হয়েছে।
ট্রাস্ট জানিয়েছে, শিক্ষার্থীদের আবেদন ফরমে অভিভাবক বা শিক্ষার্থীদের সচল ‘নগদ’ অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করতে হবে।