হজে যেতে নিবন্ধন শুরু ৮ ফেব্রুয়ারি

সরকারি ও বেসরকারিভাবে হজ প্যাকেজ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2023, 03:05 PM
Updated : 5 Feb 2023, 03:05 PM

সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে এ বছরের নিবন্ধন কার্যক্রম ৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে; শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

রোববার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।

হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

এছাড়া সরকারি ও বেসরকারিভাবে হজ প্যাকেজ ইতোমধ্যেই ঘোষণা করেছে সরকার।

সরকারিভাবে এ বছর হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা; বেসরকারিভাবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮টাকা ধরা হয়েছে।

‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী এবারই প্রথম শতভাগ হজযাত্রীদের প্রি-এরাইভাল ইমিগ্রেশন ঢাকায় হবে। গতবারের মত একার ৬৫ বছরের বয়সসীমাও রাখা হচ্ছে না।