এ বছর বিশ্বে সহিসংতার ঘটনা আগের বছরের চেয়ে ২৭ শতাংশ বেড়েছে।
Published : 16 Jan 2024, 04:52 PM
বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ ৫০ দেশের এক তালিকায় বাংলাদেশের নাম এসেছে ২২ নম্বরে, যেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান ৫০তম।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি) বিশ্বব্যাপী রাজনৈতিক সহিংসতার তথ্য বিশ্লেষণ করে প্রতিবছর এই তালিকা প্রকাশ করে।
এবারের তালিকাটি তৈরি করা হয়েছে ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত সময়ে ২৪০টি দেশ ও অঞ্চলের তথ্যের ভিত্তিতে।
তাতে দেখা গেছে, এ বছর বিশ্বে সহিসংতার ঘটনা আগের বছরের চেয়ে ২৭ শতাংশ বেড়েছে। এর মধ্যে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে ১ লাখ ৩৯ হাজার। এসব ঘটনায় অন্তত ১ লাখ ৪৭ হাজার মানুষের প্রাণ গেছে। মোটামুটি সব দেশেই একটি হলেও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।
সহিংসতায় নিহতের ঘটনা, বেসামরিক নাগরিকদের ঝুঁকি, সহিংসতাপ্রবণ এলাকার বিস্তার এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা– এই চারটি মানদণ্ডের ভিত্তিতে এসিএলইডি তাদের বার্ষিক ‘কনফ্লিক্ট ইনডেক্স’ তৈরি করে। এই চার মানদণ্ডের স্কোরের ভিত্তিতে তালিকার দেশগুলোকে ভাগ করা হয়েছে চার ভাগে।
এর মধ্যে দশটি দেশকে ‘চরমসহিংসতাপ্রবণ’ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এই তালিকায় শীর্ষে রয়েছে মিয়ানমার। এরপর রয়েছে যথাক্রমে সিরিয়া, মেক্সিকো, ইউক্রেইন ও নাইজেরিয়া।
তালিকার ১১ থেকে ৩০তম স্থানে থাকা দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে ‘উচ্চ সহিংসতাপ্রবণ’ দেশ হিসেবে। ২২ নম্বরে থাকা বাংলাদেশও এই ভাগে পড়েছে। তবে ১৩ নম্বরে থাকা আফগানিস্তান, ১৬ নম্বরে থাকা ভারত এবং ১৯ নম্বরে থাকা পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো।
তালিকার ৩১ নম্বর থেকে ৫০ তম দেশকে ‘অস্থিরতাপ্রবণ’ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দক্ষিণ সুদান, রাশিয়া, লেবানন, ইসরায়েল, ইরান ও লিবিয়ার মত দেশকে রাখা হয়েছে এই ভাগে। আর তালিকার সর্বশেষ, অর্থৎ ৫০তম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
৫০টি দেশের বাইরে যেসব দেশের তথ্য এ গবেষণায় এসেছে, সেসব দেশে সংঘাত বা সহিংসতার ঘটনা কম বা নেই বলে বিবেচনা করেছে এসিএলইডি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)