“আমরা তাদের বলেছি, কোনো কিছু বন্ধ করে রাখিনি। আমাদের দিক থেকে যা যা করা দরকার, আমরা করছি।”
Published : 23 Jan 2025, 07:20 PM
নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দিতে ইউএনডিপির আগ্রহের কথা তুলে ধরেছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “উনারা বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন; চট্টগ্রামে গিয়ে মাঠ পর্যায়ে কথা বলেছেন।
“এসবের ভিত্তিতে তারা আমাদের কিছু সহযোগিতা করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। কিছু কারিগরি সহযোগিতা, যেমন ক্যামেরা, কম্পিউটার বা হার্ডওয়্যার জাতীয় সহযোগিতা। আরেকটা জিনিস হচ্ছে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবেন তারা৷”
বৈঠকে ভোটের প্রস্তুতি তুলে ধরা হয় মন্তব্য করে সচিব বলেন, “আমরা তাদের বলেছি, কোনো কিছু বন্ধ করে রাখিনি। আমাদের দিক থেকে যা যা করা দরকার, আমরা করছি। নির্বাচন প্রক্রিয়ায় আমাদের ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা খুবই জরুরি।”
‘ব্যাকওয়ার্ড’ হিসাব-নিকাশের ব্যাখ্যায় তিনি বলেন, “যেমন ১ ফেব্রুয়ারি যদি একটি পরীক্ষা হয়, তাহলে ২ ফেব্রুয়ারি বা ৩ ফেব্রুয়ারি কোন বিষয়ের পরীক্ষা হবে- এটা একটা ‘ফরোয়ার্ড ক্যালকুলেশন’।
“আর আমাদেরটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। যদি ১ জানুয়ারি বা ১ ডিসেম্বর নির্বাচন করতে হয়, তাহলে তার প্রস্তুতি হচ্ছে ‘ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন’।
“আমরা এই ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনে যা যা আছে, সব কিছু নিয়েই কাজ করছি৷ তারা (ইউএনডিপি) বলেছে, তোমরা যা করার করছ, গ্যাপ যা থাকে, আমরা পূরণের চেষ্টা করব।”
ইসি সচিব বলেন, “নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা প্রণয়ন, সীমানা নির্ধারণ, নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, ভোট সম্পৃক্ত অংশীজনদের প্রশিক্ষণসহ নানা বিষয়ে কথা হয়েছে বৈঠকে।”
ইউএনডিপি সবাইকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছে মন্তব্য করে সচিব বলেন, “উনারা নিউ ইয়র্ক যাচ্ছেন, সেখানে রিপোর্টটা জমা দেবে। সেখান থেকে অনুমোদনের পর দুই সপ্তাহের মধ্যে আবার আসবেন।”
আখতার আহমেদ বলেন, “উনারা ভোটে নারীর অংশগ্রহণের বিষয়ে কথা বলেছেন। আমরা বলেছি, যে এজন্য ঘরে ঘরে গিয়ে আমরা ভোটার তালিকাভুক্ত করছি, নানাভাবে উৎসাহ দিচ্ছি; এখন ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়টি তাদের ব্যাপার।”
নির্বাচনে কারিগরি ও অন্যান্য সহযোগিতা দিতে এর আগে গত ১৪ জানুয়ারি এক দফা বৈঠক করে ইউএনডিপি।
বৈঠকে ইউএনডিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
সেদিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্বাচনে কারিগরি সহায়তা চেয়ে জাতিসংঘকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। কী কী সহায়তা লাগবে এবং সেটা কীভাবে করা হবে, তা নির্ধারণে কাজ করছে ইউএনডিপির এই মিশন।
“সেজন্য ইউএনডিপি মিশনের প্রতিনিধিরা আগামী ১০ দিন বাংলাদেশে থেকে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সুশীল সমাজ, শিক্ষকসহ অংশীজনদের সঙ্গে বৈঠক করবে।”
নির্বাচন কখন হবে, তা সরকার ও রাজনৈতিক দলের বিষয়: জাতিসংঘ
প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই নির্বাচন: সিইসি
বছরের মাঝামাঝিতে নির্বাচন চাইল বিএনপি