শিক্ষকরা বলছেন, নিজেদের মর্যাদার লড়াইয়ে শিক্ষাঙ্গন ছেড়ে তারা রাজপথে নেমে এসেছেন।
Published : 24 Jan 2025, 02:10 PM
দশম গ্রেডে বেতন কাঠামোর দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শিক্ষকরা বলছেন, নিজেদের মর্যাদার লড়াইয়ে শিক্ষাঙ্গন ছেড়ে তারা রাজপথে নেমে এসেছেন।
শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা জড়ো হন। সকাল ১১টা নাগাদ সেখানে সমাবেশ শুরু হয়।
সমাবেশ সবাইকে শপথবাক্য পাঠ করান ফরিপুর জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজাদুল হক বাবুল, যেখানে অধিকারের প্রশ্নে কারও সঙ্গে আপস না করার কথা বলা হয়েছে।
সমাবেশে শিক্ষকরা বলেন, দশম গ্রেড চেয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি।
বরগুনার ড. এম কে মজুমদার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “আমরা যে কারিকুলামে পড়াই, আমাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেই একই কারিকুলামে একই শিক্ষাগত যোগ্যতায় পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে নিয়োগ হয়। তারা দশম গ্রেডে বেতন পান, কিন্তু আমরা ১৩তম গ্রেডে বেতন পাই।”
পাবনার চাকলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান বলেন, “আমাদের মধ্যে এক ধরনের বৈষম্য তৈরি করে রাখা হয়েছে। ১৯৭১ সালের পর ২০২৪ সালে যে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে, আমরা তার ধারাবাহিকতায় বৈষম্যের অবসান চাই।”
তিনি বলেন, “আমরা শুনেছি একটি কনসালটেন্ট কমিটি হয়েছে। তারা প্রাথমিকের শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরি করতে চান বলে শুনেছি। আমরা তাদেরকে বলব, আপনারা এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ দশম গ্রেডে করুন।”