গত ২৯ সেপ্টেম্বর থেকে এ মামলায় তিন দিনের রিমান্ডে ছিলেন জ্যোতি।
Published : 03 Oct 2024, 10:48 PM
ঢাকার আশুলিয়া থানার বাইপাইল এলাকায় কারখানার মেকানিক্যাল হেলপার আশরাফুল ইসলাম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার রিমান্ড শেষে তাকে ঢাকার মুখ্য বিচারক হাকিম আদালতে হাজির করে রিমান্ড ফেরত প্রতিবেদন জমা দিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান।
আবেদন শুনানি শেষে কারাগারে পাঠানোর আবেদন মঞ্জুর করে আদেশ দেন ঢাকার অতিরিক্ত বিচারিক ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন।
গত ২৯ সেপ্টেম্বর থেকে এ মামলায় তিন দিনের রিমান্ডে ছিলেন জ্যোতি।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ অগাস্ট সরকার পতনের দিন আশুলিয়ার বাইপাইল এলাকায় বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। তখন ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা আসামিদের নির্দেশে হঠাৎ দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে’ আক্রমণ শুরু করে।
সে সময় ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন আশরাফুল ইসলাম। এক পর্যায়ে আসামিদের আক্রমণে তিনি নিহত হন।
পুরনো খবর