মামলায় আসামি হিসেবে কারো নাম বলা হয়নি।
Published : 08 Mar 2025, 09:30 PM
কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহারের 'শস্য প্রবর্তনার’ মোহাম্মদপুর শাখায় পেট্রোল বোমা ছুড়ে মারার অভিযোগে মামলা হয়েছে।
'শস্য প্রবর্তনার’ সহাকারী ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় ‘অচেনা’ ব্যক্তিদের আসামি করা হয়েছে, কারো নাম বলা হয়নি।
গত শুক্রবার রাতে এ হামলা হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলেন প্রতিষ্ঠানের কর্মীরা।
ঘটনার পর রাতে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, ঘটনাস্থলে পেট্রোল ভরা বোতল পাওয়া গেছে। পাশের একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজ পাওয়ার তথ্যও দেন তিনি।
ফুটেজের ভিত্তিতে ইবনে মিজান বলেন, ঘটনার পরই দুজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে; তবে চেহারা স্পষ্ট নয়।
'শস্য প্রবর্তনা’র কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, তারা এ ব্যাপারে কাউকে সন্দেহ করছেন না। হামলার কোনো কারণও দেখছেন না তারা।
“তবে কিছুদিন আগে এই এলাকায় দুই পক্ষের মধ্যে দেশী অস্ত্রের মহড়া হয়েছিল বলে জানতে পেরেছি।”
শুক্রবার রাত ৯টার দিকের এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, “জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
“যারা কিছুদিন আগে মহড়া দিয়েছিল, তাদের সঙ্গে এ ঘটনার যোগসূত্র আছে কিনা, সে বিষয়টিও তদন্তে রাখছি।”
বিগত শতাব্দির নব্বইয়ের দশকে 'নয়া কৃষি আন্দোলনের’ মাধ্যমে নতুন কৃষি বিপ্লবের ডাক দেন ফরহাদ মজহার।
তারই একটি উদ্যোগ হচ্ছে শস্য প্রবর্তনা। শস্য প্রবর্তনায় লালচাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্গানিক খাদ্যবস্তু পাওয়া যায়।
ঢাকা শহরে তাদের অনেক শাখা রয়েছে। মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের আউটলেটটিতে ছোট আকারের একটি খাবারের দোকানও রয়েছে।