ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ ক্রিকেট দল।
Published : 08 Dec 2024, 10:27 PM
টানা দ্বিতীয়বারের মত যুব এশিয়া কাপের শিরোপা জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় যুবা ক্রিকেটাদের অভিনন্দন জানানোর তথ্য তুলে ধরা হয়।
মুহাম্মদ ইউনূস অভিনন্দন বার্তায় বলেন, “বিজয়ের মাসে আন্তর্জাতিক বিজয়ের জন্য গর্বিত জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।”
২০২৩ সালের ফাইনালেও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশের যুবারা।