এখন দেড় বছর, পৌনে দুই বছরের সরকারকে ৫৩ বছরের সমস্যা সমাধান করে দিতে বলেন, সেটা একটু বেশি চাওয়া হয়ে যায়।
Published : 10 Feb 2025, 08:28 PM
দেড় বছর, পৌনে দুই বছরের সরকারকে ৫৩ বছরের সমস্যা সমাধান করে দিতে বলাটা ‘কিছুটা বাড়াবাড়ি’ মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা বলেন, “আসলে সংস্কারটা কত গভীরভাবে করতে পারলেন, তার ওপর নির্ভর করবে, এখন দেড় বছর পৌনে দুই বছরের সরকারকে ৫৩ বছরের সমস্যা সমাধান করে দিতে বলেন, সেটা একটু বেশি চাওয়া হয়ে যায়। কিন্তু চাওয়াটা বেশি না, চাওয়াটা যৌক্তিক, চাওয়াটাই যথার্থ।
“চাওয়ার সাথে, পাওয়া মেলাতে একটা প্রক্রিয়া এবং সময়ের সমন্বয় লাগবে। সেই প্রক্রিয়া এবং সময়ের সমন্বয়টা আমাদের হচ্ছে কি না, বিচারের ভার আপনাদের কাছে ছেড়ে দিলাম।”
সোমবার বিকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা বলেন, “সংস্কার যখন আমরা সবাই চাই, অর্থবহ সংস্কার আমরা চাই। এটা কেবল মাত্র কাগজে কলমে আইন করে দেয়ার বিষয় না, চর্চারও বিষয়। এটা মনোজগতের পরিবর্তনেরও বিষয়।
সংস্কার নিয়ে উপদেষ্টার ভাষ্য, “একটা প্রক্রিয়া এক রকম থেকে আরেক রকমে যায়, এটা একটা সময়ের ব্যাপার। এটা রাতারাতি পরিবর্তন করতে পারবেন না।”
সংলাপে উঠে আসে ঢাকাসহ দেশের দূষণ এবং তার প্রতিরোধের বিষয়টি।
বক্তব্যে রিজওয়ানা বলেন, “বায়ুদূষণ ও ধুলাদূষণ কমাতে কাজ করা হচ্ছে। বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে পরিকল্পনা করা হচ্ছে, যা অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে বাস্তবায়ন হবে। আমরা বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করছি।”
ঢাকার চারটি নদী পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এখানে এসে আমি একটা কাজ করছি যে, ঢাকা শহরের নদীগুলো দূষণমুক্ত করা যায় কি না। অন্ততপক্ষে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ এবং বালু নদী এ চার নদী পরিষ্কার পরিকল্পনা করার যায় কি না, তা নিয়ে আমরা এডিবির সাথে কথাবার্তা চালাচ্ছি।
র্বজ্য ব্যবস্থাপনা করতে পারার বিষয়ে আশাবাদ জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা।
তিনি বলেন, “আমরা বর্জ্য ব্যবস্থাপনায় একটা কাজ শুরুর বিষয়ে আশাবাদী। এই জন্যই স্থানীয় সরকারে তরুণ নেতৃত্ব, যাতে দৌড়ঝাঁপ করে কাজটি করতে পারি।”
পরিবেশ সুরক্ষায় ঢাকার সাড়ে চার হাজার বাস তুলে দেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, “পুরানো বাসগুলো সরাতে হবে। আমাদের সাড়ে চার হাজার বাস, যেগুলো দিয়ে যাত্রী পরিবহন করে, সেই যাত্রীদের বিকল্প ব্যবস্থাও আমাদের করতে হবে।”
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম বক্তব্য দেন।