পান্থপথে স্কয়ার হাসপাতালের জন্য নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়েছে। তবে স্কয়ার কর্তৃপক্ষ বলছে, সেটি এখনও তাদের নয়।
Published : 04 Jul 2024, 10:17 PM
ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার লার্ভা পাওয়ায় পান্থপথে স্কয়ার হাসপাতালের জন্য নির্মাণাধীন একটি ভবনসহ নয়টি বাড়ি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ডেঙ্গু নিয়ন্ত্রণে বৃহস্পতিবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম মোর্শেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত পান্থপথে স্কয়ার হাসপাতালের পেছনে নির্মাণাধীন ভবনের বেইজমেন্টে এইডিস মশার লার্ভা পায়। ফলে ভবনটির নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্কয়ার হাসপাতালের প্রধান নিবাহী ইউসুফ সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও ওই ভবনের মালিকনা বুঝে পাননি তারা।
“ভবনটি এখনও আমাদের নয়। একটি নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে হাসপাতালের জন্য ভবনটি কেনা হয়েছে। নির্মাণ শেষ হলে আমরা সেটি বুঝে নেব। সে জন্য জরিমানা আমাদের নয়, ভবন নির্মাতাকে করা হয়েছে।”
ঢাকার কামরাঙ্গীরচর, পান্থপথ, নারিন্দা, স্বামীবাগ, করাতিটোলা, সারুলিয়া, ডেমরা, রানীমহল, নন্দীপাড়া, বনশ্রী ও খিলগাঁও এলাকায় অভিযান চালায় দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ সিটির ৩ নম্বর অঞ্চলের ৬৪টি বাড়ি ও স্থাপনায় অভিযান চালানো হয়। এ সময় একটি কারখানার ছয়টি পাত্রে মশার লার্ভা পাওয়া যায়। এতে ওই কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ অঞ্চলের যাত্রাবাড়ী, মাতুয়াইল, শরীফপাড়ার বেশ কিছু বাসাবাড়ি ও স্থাপনায় লার্ভা পাওয়া গেছে।
৪ নম্বর অঞ্চলের ১১০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে দুটি বাড়িতে, ৫ নম্বর অঞ্চলের ৮৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে তিনটিতে, ৬ নম্বরে ৪৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে একটি বাড়ি ও স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়া যায় বলে দক্ষিণ সিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ বছর ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কার কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছরের এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪৮৮ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ৪৬ জনের।
এর মধ্যে ঢাকায় ১৩৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ জনের।
ঢাকার বিভিন্ন হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি ছিলেন ১২০ জন ডেঙ্গুরোগী।