এ নিয়ে দেশের ৩২টি জেলা ও ৩৯৪টি উপজেলা ‘ভূমিহীন-গৃহহীন মুক্ত’ ঘোষণা করলেন সরকারপ্রধান।
Published : 14 Nov 2023, 03:36 PM
দেশের আরও ১১টি জেলা ও ৬০টি উপজেলাকে ‘ভূমিহীন-গৃহহীন মুক্ত’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলাগুলো হল- টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, ঝিনাইদহ, পটুয়াখালী, সিলেট ও মৌলভীবাজার।
এ নিয়ে দেশের ৩২টি জেলা ও ৩৯৪টি উপজেলা ‘ভূমিহীন-গৃহহীন মুক্ত’ ঘোষণা করলেন সরকারপ্রধান।
মঙ্গলবার বেশকিছু উন্নয়ন প্রকল্প ও আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তরের অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশে আমি ঘোষণা দিয়েছিলাম, একটি মানুষও গৃহহীন-ভূমিহীন থাকবে না। সেটা মাথায় নিয়েই আমাদের এই প্রচেষ্টা। আর যেটুকু বাকি আছে, সেটা আমরা ধীরে ধীরে সম্পন্ন করে দেব।
“বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো মানুষই ঠিকানাবিহীন ভূমিহীন থাকবে না। অন্তত সবারই মাথা গোজার ঠাঁই হবে। সকলের ঘর আমরা আলোকিত করব।”
১৯৯৭ সালে আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের ঘর প্রদানের উদ্যোগ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, “তখন ব্যারাক হাউজ নির্মাণ করে দিতাম। এখন দুই কাঠা জমিসহ ঘর তৈরি করে দিচ্ছি। ইতিমধ্যে আমরা অনেকদূর এগিয়ে গেছি।”
মঙ্গলবার ৪৬টি জেলার ১৩২টি উপজেলার ৫ হাজার ৩৯৭টি ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে স্বামী-স্ত্রীর যৌথ নামে ২ শতাংশ জমিসহ ঘরের দলিল স্থানান্তরের কথা জানান প্রধানমন্ত্রী।