“পথে চার থেকে পাঁচজন ছিনতাইকারী ইভানের পথ আটকায়। তারা তার বুক, পেট ও হাতে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।
Published : 20 Feb 2025, 11:09 PM
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগে এ ঘটনা ঘটে।
আহত ইভানের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার তথ্য দিয়েছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
শান্তিনগরে বাংলাদেশ ইনস্টিটিউট সায়েন্স অব টেকনোলজির কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন ইভান। তিনি কিশোরগঞ্জ সদরের ইয়াসিন আলীর ছেলে। রাজধানীর কলাবাগান এলাকায় কয়েক বন্ধুর সঙ্গে ভাড়া বাসায় থাকেন তিনি।
তার বন্ধু নাহিদুর রহমান জিসান বলেন, “ইভান মালিবাগ মোড় এলাকায় একটি বিকাশের দোকান থেকে ফরম পূরণের টাকা তুলে ক্যাম্পাসে যাচ্ছিল। পথে চার থেকে পাঁচ ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা ইভানের বুক, পেট ও হাতে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।
“তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখানে থেকে বিকালে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।”