একলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও কেবলমাত্র এমআরটি পাসধারী যাত্রীরা যাতায়াত করতে পারছেন, সাধারণ যাত্রীদের কাউন্টার থেকে টিকেট দেওয়া হচ্ছে না।
Published : 27 May 2024, 11:47 AM
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরী আবহাওয়ার মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সোমবার সকালে ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল আড়াই ঘণ্টা। পরে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে উত্তরা স্টেশন থেকে প্রথম ট্রেনটি যাওয়ার পর আর কোনো ট্রেন চলেনি। এর পরপরই বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
“সাড়ে ১০টার দিকে মতিঝিল থেকে উত্তরা যাওয়ার লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন ২০ মিনিট পরপর ট্রেন ছাড়বে। সমস্যা সমাধানে কাজ করছেন মেট্রোরেলের কর্মীরা।"
এক লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও কেবলমাত্র এমআরটি পাসধারী যাত্রীরা যাতায়াত করতে পারছেন। সাধারণ যাত্রীদের কাউন্টার থেকে টিকেট দেওয়া হচ্ছে না। ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।
মিরপুর ১০ নম্বর স্টেশনে গিয়ে দেখা গেছে, টিকেট কাউন্টার বন্ধ। যাত্রীরা টিকিটের জন্য দাঁড়িয়ে আছেন।
পল্টন যাওয়ার জন্য বেলা পৌনে ১০টায় স্টেশনে আসা জাহিদ হোসেন নামে এক যাত্রী বলেন, "অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। ট্রেন আসছে না। কেউ কিছু বলছেও না কখন আসবে।"
কারওয়ান বাজারে মিরপুর ১০ নম্বরের যাত্রী আতিকুর রহমান বলেন, "বেলা ১০টায় স্টেশনে গিয়ে শুনি ট্রেন চলাচল বন্ধ। খারাপ আবহাওয়ার কারণে নাকি মেট্রোরেল বন্ধ রাখা হয়েছে। পরে নিচে নেমে আমি বাসে যাচ্ছি।"
এ বিষয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক ফোন ধরেননি।