শনিবার রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টা রক্ষণাবেক্ষণ কাজ চলবে।
Published : 28 Sep 2024, 11:50 AM
কুয়াকাটায় স্টেশনে সাবমেরিন কেবল সিস্টেমের উন্নয়ন এবং সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইডথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইন্টারনেট সেবা সাময়িকভাবে ‘ব্যাহত হতে পারে’ বলে জানিয়েছে সাবমেরিন কেবলস পিএলসি- বিএসসিপিএলসি।
সংস্থার মহাব্যবস্থাপক সাইদুর রহমান (চালনা ও রক্ষণাবেক্ষণ) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শনিবার রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টা রক্ষণাবেক্ষণ কাজ চলবে।
“এই ৪ ঘণ্টায় এসইএ-এমই-ডব্লিউই-ফাইভ (এমএমডব্লিউফাইভ) থেকে যে ব্যান্ডউইডথ সরবরাহ করা হয়, সেখানে বিঘ্ন ঘটতে পারে। বাকি সিস্টেমের সংযোগ ঠিকঠাক থাকবে।”
সাময়িক সেবায় বিঘ্ন ঘটার জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে বিএসসিপিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার ঘণ্টা সাবমেরিন কেবলের লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এমএমডব্লিউফাইভ সাবমেরিন কেবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে।
তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে এসইএ-এমই-ডব্লিউই-ফোর (এমএমডব্লিউউফোর) সাবমেরিন কেবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।
ওই রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটে ‘ধীরগতি বা সেবা বিঘ্নিত হতে পারে’।