Published : 29 Jan 2024, 04:00 PM
লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে বৃষ্টি এবং ভয়াবহ বন্যায় নিহতদের মধ্যে অন্তত ছয় বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, লিবিয়ার দারনা শহরে ৬ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর এসেছে, তাদের মধ্যে চারজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন রাজবাড়ি জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। দূতাবাসের তরফ থেকে এখন পর্যন্ত বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
দারনা শহরের বাসিন্দাদের মধ্যে অজ্ঞাত সংখ্যক বাংলাদেশি নিখোঁজ থাকার আশঙ্কার কথাও জানানো হয়েছে বিবৃতিতে।
গত ৪ সেপ্টেম্বর গ্রিসের উপকূলে ভূমধ্যসাগরে তৈরি হয়েছিল ঝড় ‘ড্যানিয়েল’। সেই ঝড়ের প্রভাবে লিবিয়ায় রেকর্ড বৃষ্টিপাত হয়, তাতে দেখা দেয় বন্যা।
ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় আল-বায়দা, আল-মার্জ, তোবরুক, বাতাহর মত শহর। সবচেয়ে ভয়াবহ অবস্থা হয় দেরনা ও বেনগাজির। বানের পানির তোড়ে দেরনা শহরের তিনটি বাঁধ ভেঙে যায়। প্রবল স্রোত সুনামির মত ভাসিয়ে নিয়ে যায় শহরের এক চতুর্থাংশ।
এই দুর্যোগে পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ আছেন আরও অন্তত ১০ হাজার মানুষ।
লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার (মোবাইল নম্বর +২১৮৯১৮৫৮০৯৮৯) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)