ব্যবসায়ী ইশতিয়াক হত্যাচেষ্টার মামলায় তাপস ৯ নম্বর আসামি।
Published : 04 Nov 2024, 05:06 PM
তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় ‘গান বাংলা’ টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের রিমান্ডের শুনানি হয়নি।
সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালত রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ঠিক করে তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
উত্তরা পূর্ব থানার পুলিশ তাপসকে গ্রেপ্তার করে রোববার রাত ৩টার দিকে।
তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা সে সময় জানা না গেলেও পরে ব্যব্সায়ী ইসতিয়াক হত্যাচেষ্টার মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হয়।
আবেদনে ওসি বলেছেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন কর্মস্থলে না থানায় তিনি আসামিকে আদালতে হাজির এবং রিমান্ডের আবেদন করেছেন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার আসামি একজন সংগীত শিল্পী। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের বিপক্ষে থেকে গান-বাজনার মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ ও ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছেন।
“আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হস্তে দমন করার জন্য ক্ষমতাচ্যুত সরকারের নেতাকর্মীদের উসকানি প্রদান করেছেন। প্রাথমিক তদন্তে আসামি এ মামলার ঘটনার সাথে জড়িত আছে বলে জানা যায়। আসামিকে জামিনে মুক্তি দিলে আইনশৃংখলার অবনতিসহ মামলার সুষ্ঠু তদন্তে ব্যাঘাত ও আসামি দেশত্যাগ করার আশংকা রয়েছে।”
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ব্যবসায়ী ইসতিয়াক মাহমুদ উত্তরার আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে কর্মসূচিতে অংশ নেন। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এজাহারভুক্ত আসামিরা ব্যাপক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি, অতর্কিত হামলা, মারধরসহ গুলি করেন।
এসময় আসামিদের ছোড়া গুলি ইসতিয়াক মাহমুদের পেটে, পিঠে, হাতে, মাথায় লাগে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পেটের গুলি বের করা হয়।
এ ঘটনায় ইসতিয়াক মাহমুদ বাদী হয়ে গত ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এ মামলায় ৯ নম্বর আসামি।