সকাল সাড়ে ১০টার পর থেকে আপিল বিভাগ ও বেলা ১১টার পর থেকে হাই কোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ রাখা হয় রোববার।
Published : 05 May 2024, 02:14 PM
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারকাজ সংক্ষিপ্ত করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার পর আপিল বিভাগ এবং বেলা ১১টার পর হাই কোর্ট বিভাগের কোনো বেঞ্চে বিচারকাজ হয়নি।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সকালে আপিল বিভাগের বিচারকাজ শুরু করে দিনের কার্যক্রম সংক্ষিপ্ত করার এ সিদ্ধান্ত জানান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন এদিন এ জে মোহাম্মদ আলীর মৃত্যুর বিষয়টি উত্থাপন করে আদালত বন্ধ রাখার রীতির বিষয়টি তুলে ধরেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে।
এরপর প্রধান বিচারপতি বলেন, “আমরা এরই মধ্যে আপিল বিভাগের সব বিচারপতি বসে সিদ্ধান্ত নিয়েছি যে সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল সাড়ে ১০টার পর থেকে আপিল বিভাগ ও বেলা ১১টার পর থেকে হাই কোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।“
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সোয়া ২টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ জে মোহাম্মদ আলী। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
শনিবার সন্ধ্যায় বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এ জে মোহাম্মদ আলী ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। সুপ্রিম কোর্ট বারের এই সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।
তার বাবা এম এইচ খন্দকার ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল।
এ জে মোহাম্মদ আলী ১৯৮০ সালে হাই কোর্টে এবং ১৯৮৫ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০১ সালের ২৩ অক্টোবর তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ২০০৫ সালের ৩০ এপ্রিল অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। ২০০৭ সালের ২৪ জানুয়ারি অ্যাটর্নি জেনারেল পদ থেকে তিনি পদত্যাগ করেন।
পুরনো খবর