রাতে ক্যাম্পে দু'পক্ষের মধ্যে মারামারি বাঁধলে গুলির ঘটনায় তার ভাই গুলিবিদ্ধ হয়, বলেন নিহতের বোন নাসরিন।
Published : 17 Oct 2024, 01:38 AM
রাজধানীর মোহাম্মদপুর জেনিভা ক্যাম্পে গুলিতে মধ্যবয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার রাতে দুই পক্ষের মধ্যে মারামারির সময় নিহত শাহনেওয়াজ (৩৮) ক্যাম্পের ৮ নম্বর ব্লকের প্রয়াত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
নিহতের বোন নাসরিন বলেন, রাতে ক্যাম্পে দু'পক্ষের মধ্যে মারামারি বাঁধলে গুলির ঘটনা ঘটে। এতে শাহনেওয়াজ গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত আনার কথা বলেন।
জেনিভা ক্যাম্পে মাদক কারবারের কর্তৃত্ব নিয়ে গত কয়েক মাস ধরে কয়েকটি পক্ষের সংঘাত চলছে।
গত দুই মাসে সেখানে সংঘর্ষে অন্তত তিনজনের নিহত হওয়ার খবর এসেছে।
স্থানীয়রা বলছেন, রোজই সেখানে বিবাদমান মাদক কারবারি কিংবা আধিপত্য ধরে রাখার চেষ্টায় জড়িতদের কেউ না কেউ হামলার শিকার হচ্ছেন। লাঠিসোঁটা হাতে মিছিল, পাল্টাপাল্টি ধাওয়া, মারধর-গোলাগুলি নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
সরকার পতনের আগে পরে দেশের অস্থিরতার মধ্যে গত জুলাই থেকে প্রাণক্ষয়ী সংঘর্ষ বাড়ছে বড় দুই পক্ষের মধ্যে।
জেনিভা ক্যাম্প: শতকোটির মাদক সাম্রাজ্য নিয়ে প্রাণক্ষয়ী সংঘাত
মোহাম্মদপুরে জেনিভা ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, নিহত ১
সরকার পতনের পর সাম্প্রতিক কয়েকটি সংঘাতে বড়সড় অস্ত্র হাতে মহড়া দিতে ও গুলি ছুড়তে দেখা গেছে সংঘাতে জড়ানো দুই পক্ষকেই। অনেকেই বলছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই পক্ষের হাতে এসেছে থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র।
গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে ৩০ বছর বয়সী সাদ্দাম হোসেন সনু ও শাহেন শাহ নামে আরেকজনের। পরে আরও একজনের মৃত্যুর খবর এসেছে।
গত ২৮ সেপ্টেম্বর সেখানে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি ‘পিচ্চি রাজা’সহ ৩৫ জন গ্রেপ্তার করা হয়। এরপরও থামেনি মাদক কারবারি পক্ষগুলোর মধ্যে সংঘাত।
জেনিভা ক্যাম্প থেকে 'পিচ্চি রাজা'সহ গ্রেপ্তার ৩৫
সবশেষ বুধবার রাতে সংঘাতের মধ্যে গুলির ঘটনা ঘটে, যাতে গুলিবিদ্ধ শাহনেওয়াজকে স্থানীয়রা উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।