“সমাজের প্রতি দায়বদ্ধতা, পরিবর্তনের জন্য মানুষের আকাঙ্ক্ষা নিয়ে যেন এগিয়ে যেতে পারে বিডিনিউজ টোয়েন্টিফোর,” প্রত্যাশা করেন তিনি।
Published : 19 Nov 2024, 10:49 PM
বাংলাদেশে অনলাইন সংবাদমাধ্যমের সারিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ‘এক নম্বরে’ রাখেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন।
দেশের প্রথম এই অনলাইন সংবাদপত্রের ১৮ বছর পূর্তি অনুষ্ঠানে এসে তিনি বলেছেন, “বাংলাদেশে অনলাইন গণমাধ্যম যে সংবাদের বিশ্বস্ত সূত্র হতে পারে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তা করে দেখিয়েছে।
“প্রতিষ্ঠার ১৮ বছর পরেও অনলাইন গণমাধ্যমে বিডিনিউজ এক নম্বর বলে আমি মনে করি। কারণ সবাই এটাকেই সূত্র হিসেবে উল্লেখ করে।”
জনস্বাস্থ্যে জরুরি পরিস্থিতিতে গবেষণায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সূত্র গুরুত্বের সঙ্গে নেওয়া হয় বলে তুলে ধরেন তিনি।
মঙ্গলবার রাতে রাজধানীর র্যাডিসন হোটেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৮ বছর পূর্তির অনুষ্ঠানে এসে এসব কথা বলেন মুশতাক হোসেন।
প্রযুক্তি এগিয়ে যাওয়ার সঙ্গে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সেখানে একধাপ এগিয়ে থাকবে বলে তার প্রত্যাশা।
“সমাজের প্রতি দায়বদ্ধতা, পরিবর্তনের জন্য মানুষের আকাঙ্ক্ষা নিয়ে যেন এগিয়ে যেতে পারে বিডিনিউজ টোয়েন্টিফোর। শুধু খবর তুলে ধরাই বিষয় না, সামনের দিকে এগিয়ে যাওয়া, নতুন দিনের হাতছানি দেখানো…সেখানেও গণমাধ্যম ভূমিকা পালন করতে পারে। আশা করি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সেই ভূমিকা অব্যাহত রাখবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে নানা অঙ্গনের মানুষদের নিয়ে আঠারোর উদযাপন আয়োজন করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এই অনুষ্ঠানে অন্যদের সঙ্গে যোগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।
এ সংবাদমাধ্যমের প্রতি তার দীর্ঘ আস্থা রাখার কথা তুলে ধরে তিনি বলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে।
“সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, স্বাস্থ্য, অর্থনীতি সব ক্ষেত্রেই বিডিনিউজ সুন্দর খবর পরিবেশন করে। প্রতিষ্ঠানটির দক্ষতা, যোগ্যতা, পারদর্শিতার স্বাক্ষর রেখে চলেছে। আমি প্রত্যাশা করি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ভবিষ্যতেও তার কার্যক্রম এভাবেই যেন অব্যাহত রাখে।”
২০০৬ সালের ২৩ অক্টোবর ডিজিটাল মাধ্যমে প্রথম সংবাদ সেবা থেকে শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সেই থেকে ১৮ বছরের পথচলা।
পুরনো সংকটের অভিঘাত পেরিয়ে নতুন সম্ভাবনার আশা জাগানিয়া এই প্রহরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার ১৮ বছর উদযাপনে সঙ্গী হয়েছেন অনেকেই।
অনুষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সরাসরি সম্প্রচার করা হয়।
র্যাডিসনের বলরুমে প্রবেশ পথেই ডিজিটাল স্ক্রিনে অডিও-ভিজ্যুয়াল আর বিলবোর্ডে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হার না মানা পথ-পরিক্রমার অংশবিশেষ তুলে ধরা হয়।
অডিও-ভিজ্যুয়ালে উঠে আসে বহু বাধার মুখেও বিগত দিনে পাঠক-দর্শকদের ভরসা জায়গা হয়ে ‘সবার আগে সঠিক সংবাদ’ দেওয়ার যাত্রা।
বিলবোর্ডের উপস্থাপনায় উঠে আসে ২০০৬ সালের ২৩ অক্টোবর ডিজিটাল মাধ্যমে প্রথম সংবাদ সেবা থেকে শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনেক প্রথমের জন্ম দেওয়ার সচিত্র ঘটনা বলি।
২০০৭ সালে মোবাইল ফোনে দেশের প্রথম অ্যালার্ট সার্ভিস থেকে শুরু করে বিশ্বের প্রথম বাংলা ওয়্যাপ সাইট চালু, নাগরিক সাংবাদিকতার প্রথম বাংলাদেশি সাইট, শিশুদের জন্য প্রথম সাংবাদিকতার ওয়েবসাইট, বাংলায় খবরের প্রথম এসএমএস সার্ভিস রয়েছে এই তালিকায়।
তুলে ধরা হয় কেবল সংবাদ প্রকাশের কারণে কীভাবে বহু বার বহু অজুহাতে ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল; চেষ্টা করা হয়েছিল সাংবাদিকতার কণ্ঠরোধের।
ডিজিটাল বিলবোর্ডের উপস্থাপনায় উঠে আসে ২০১৯ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বিনিয়োগের খবরের পর দুদকের মামলা আর নানা হয়রানির চিত্র।
আরও পড়ুন-
বিডিনিউজ টোয়েন্টিফোরের উদযাপনে মিলেছে সব সুর
সংবাদপত্রে 'নতুন লাইন' তৈরি করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর: শফিক রেহমান
ঘটনা স্পষ্টভাবে তুলে ধরছে বিডিনিউজ টোয়েন্টিফোর: খুশি কবীর
বিজ্ঞাপনে হরিলুট: 'যারা মেনে নিচ্ছে তারাও দোষী