“বিডিনিউজে নতুনত্ব থাকে; সেই নতুনত্বই আমরা দেখতে চাই,” বলেন তিনি।
Published : 19 Nov 2024, 09:53 PM
সংবাদের যেকোনো ঘটনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম স্পষ্টভাবে প্রকাশ করছে বলে মনে করেন অধিকার ও উন্নয়ন কর্মী খুশী কবির।
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সেই সক্ষমতা আরও বাড়ানোর প্রত্যাশা করেছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে খুশী কবির বলেন, “সত্য প্রকাশ করছে, আরও করতে হবে। মানুষ কখনও সত্য কথা সঠিকভাবে বলে না। আমি জানি না, যারা থাকে ক্ষমতায় তারা শুনতে চায় কিনা নেগেটিভ কিছু, না শুনতে চাইলেও শুনতে হবে তাদের।”
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে নানা অঙ্গনের মানুষদের নিয়ে আঠারোর উদযাপন আয়োজন করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এ আনন্দানুষ্ঠানে যোগ দিতে খুশি কবীর উপস্থিত হন সন্ধ্যা সোয়া ৮টায়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’ এর সমন্বয়কারী খুশী কবির বলেন, দিনের খবর জানতে অবসরে তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রবেশ করা হয়।
“বিডিনিউজে নতুনত্ব থাকে। সেই নতুনত্বই আমরা দেখতে চাই। অবসরে যখন খোঁজ নিতে যাই যে কী হচ্ছে না হচ্ছে, তখন বিডিনিউজে চলে আসা হয়।”
২০০৬ সালের ২৩ অক্টোবর ডিজিটাল মাধ্যমে প্রথম সংবাদ সেবা থেকে শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সেই থেকে ১৮ বছরের পথচলা।
পুরনো সংকটের অভিঘাত পেরিয়ে নতুন সম্ভাবনার আশা জাগানিয়া এই প্রহরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার ১৮ বছর উদযাপনে সঙ্গী হয়েছেন অনেকেই।
অনুষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন-
বিডিনিউজ টোয়েন্টিফোরের উদযাপনে মিলেছে সব সুর
সংবাদপত্রে 'নতুন লাইন' তৈরি করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর: শফিক রেহমান