‘স্বাস্থ্য ব্যবস্থায় মেডিটেশনের অন্তর্ভুক্তিতে চিকিৎসা ব্যয় কমবে’

“রোগ নিরাময়ের পাশাপাশি মনেরও চিকিৎসা প্রয়োজন,” বলেন জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 07:00 PM
Updated : 12 May 2023, 07:00 PM

উদ্বেগ, বিষণ্নতা, অনিদ্রা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোকের মতো জটিলতায় বিদ্যমান চিকিৎসা ব্যবস্থার পরিপূরক হিসেবে মেডিটেশনকে অন্তর্ভুক্ত করায় চিকিৎসা ব্যয় কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার ঢাকার কাকরাইলে আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত ‘স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে মেডিটেশনের অন্তর্ভুক্তি: আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে এ অভিমত উঠে আসে।

সেমিনারে জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন বলেন, “চিকিৎসার ক্ষেত্রে আমরা মানুষের দেহ ও মনকে ভুলে শুধুমাত্র রোগ নিরাময়ে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু রোগ নিরাময়ের পাশাপাশি মনেরও চিকিৎসা প্রয়োজন। চিকিৎসাশাস্ত্র প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। মেডিটেশনের মাধ্যমে ভালো চিন্তা- জিনকেও বদলে দিতে পারে।”

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান বলেন, “মেডিটেশন চর্চায় স্বাস্থ্যব্যয় সাশ্রয় হয়, যা জাতীয় স্বাস্থ্য অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমি মনে করি, মেডিটেশনকে সর্বত্র ছড়িয়ে দিতে পারলে স্বাস্থ্যখাতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।”

মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক ডা. আনোয়ারা সৈয়দ হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোয়ান্টাম হার্ট ক্লাবের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান।

সেমিনারে ‘চিকিৎসকের প্রেসক্রিপশনে মেডিটেশন’ শিরোনামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।