তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের তদন্তের স্বার্থে আয়কর নথি জব্দ করা প্রয়োজন।
Published : 23 Jan 2025, 04:38 PM
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।
দুদকের উপপরিচালক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের উপপরিচালক আফনান জান্নাত কেয়া এ আয়কর নথি জব্দের আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জ্ঞাত আয় বহির্ভূত ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৩৮ টাকা ভোগদখলে রেখেছেন। তার ৬৫টি ব্যাংক হিসাবে ৪৩ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের তদন্তের স্বার্থে আয়কর নথি জব্দ করা প্রয়োজন।
প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
এরপর ৩ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্রকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসন থেকে টানা চতুর্থবার জয় পান সাধন মজুমদার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া সাধন ৫ অগাস্ট সরকার পতনের আগ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে একই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।