রাষ্ট্রপতি তাদেরকে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
Published : 04 Apr 2025, 07:58 PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন দুই বিচারপতি একেএম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ হয়।
শফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি নতুন দুই বিচারপতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদেরকে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
হাই কোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে গত ২৪ মার্চ নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরের দিন তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
দুই বিচারক নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারক হলেন ৭ জন।
বিচারপতি একেএম আসাদুজ্জামানের জন্ম ১৯৫৯ সালের ১ মার্চ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন।
১৯৮৩ সালে জজ কোর্টে, ১৯৮৫ সালে হাই কোর্ট এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন আসাদুজ্জামান। ২০০৩ সালের ২৭ অগাস্ট হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর তাকে করা হয় স্থায়ী বিচারক।
২২ বছর হাই কোর্টে বিচারক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পেলেন।
বিচারপতি ফারাহ মাহবুবের জন্ম ১৯৬৬ সালের ২৭ মে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে জজ কোর্ট, ১৯৯৪ সালে হাই কোর্ট এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৪ সালের ২৩ অগাস্ট হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ফারাহ মাহবুব। দুই বছর পর তাকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
২১ বছর হাই কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালনের পর তাকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।