সৌদি আরবের একটি গ্রন্থাগারে সংরক্ষিত কোরআনের ৪০০ দুর্লভ পাণ্ডুলিপি। কয়েকশ বছরের পুরনো এসব কোরআনের কোনোটিতে আয়াত লেখা সোনার ফ্রেমের ভেতরে। কোনোটি মোড়ানো চামড়ায় আবার কোনটিতে আছে মোমের প্রলেপ।