এক সপ্তাহ আগে সেই শিক্ষকের সঙ্গে সামাজিক মাধ্যমে তানিয়ার পরিচয় হয়।
Published : 08 Oct 2023, 12:47 AM
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট-এটিইউ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগীকে।
শনিবার রাতে সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী কাজীবাড়ী টিএঅ্যান্ডটি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজন হচ্ছেন, বিলকিস ওরফে তানিয়া, মো. বিপ্লব, ইব্রাহিম হোসেন রাজু, লিংকন খলিফা এবং আমির শেখ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক সপ্তাহ আগে সেই শিক্ষকের সঙ্গে সামাজিক মাধ্যমে তানিয়ার পরিচয় হয়। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিষয়ে সহযোগিতাসহ নানা অযুহাতে সেই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে থাকেন।
গত ৫ অক্টোবর ওই শিক্ষক তার এক ভাইয়ের সঙ্গে দেখা করতে বনশ্রী এলাকায় যান। সেখানে অবস্থানকালে তানিয়া ফোন করে তাকে দক্ষিণ বনশ্রী ১০ তলা মার্কেটের সামনে ডেকে নেন।
ওই শিক্ষক সেখানে গেলে তানিয়া তাকে বাসায় যেতে বলেন। কিন্তু তিনি যেতে চাননি। তখন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তানিয়ার লোকজন তাকে অপহরণ করে দক্ষিণ বনশ্রী কাজীবাড়ী টিএঅ্যাটি টাওয়ার এলাকার একটি বাসার ষষ্ঠ তলার ফ্ল্যাটে নিয়ে যায়।
সেখানে নেওয়ার পর ওই শিক্ষককে হাত-পা বেঁধে শারীরিকভাবে নির্যাতন চালায় এবং অশালীন ছবি তুলে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে।
প্রথম পর্যায়ে তারা ২৩ হাজার টাকা নেয় এবং দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এক পর্যায়ে ওই শিক্ষক এক স্বজনের কাছ থেকে ৪৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে অপহরণকারীদের দেযন।
টাকা দেওয়ার পরেও ফিরে না আসায় শিক্ষকের এক ভগ্নিপতি কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তদন্তে নামে এটিইউ।