স্বামীর আত্মহত্যার দৃশ্য দেখে হারপিক পানে ওই নারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে পুলিশের ধারণা।
Published : 18 Nov 2022, 12:43 AM
ঢাকার মালিবাগের একটি বাসা থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, পাশে অচেতন অবস্থায় পাওয়া গেছে তার স্ত্রীকে।
পুলিশের ধারণা, স্বামীর আত্মহত্যার দৃশ্য দেখে হারপিক পান করে ওই নারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন।
১৭-১৮ বছরের ওই তরুণীকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আর ২০-২২ বছর বয়সী যুবকের লাশ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর মালিবাগের বাগানবাড়ি এলাকার ওই বাসা থেকে তাদের উদ্ধার করা হয় বলে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের মধ্য থেকে ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ গিয়ে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক নাঈম হাসান সবুজকে মৃত ঘোষণা করে।
কাপড়ের দোকানের কর্মচারী সবুজ এবং ফাতেমা আক্তার বৃষ্টি নামে ওই নারী স্বামী-স্ত্রী বলে জানান পুলিশ কর্মকর্তা মেজবাহ।
তিনি বলেন, “সবুজ সন্দেহ করত, তার স্ত্রী আগের স্বামীর সাথে যোগাযোগ রেখেছে। এ নিয়ে তাদের মধ্যে মনমালিন্য ছিল। সে থেকে অভিমানে স্ত্রীর অনুপস্থিতিতে সবুজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাসায় এসে স্বামীর এই অবস্থা দেখে বৃষ্টি হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।”