ট্রেনগুলো নির্ধারিত সময়ের ৩ থেকে ৪ ঘণ্টা দেরিতে ছাড়বে বলে ধারণা করছেন কমলাপুর স্টেশন মাস্টার মাহমুদুল হাসান।
Published : 18 Nov 2024, 05:40 PM
ঢাকার তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ৫ ঘণ্টার রেলপথ অবরোধে ট্রেনের সূচিতে বড় বিপর্যয় দেখা দিয়েছে।
বেলা ১১টা থেকে বিকাল ৪টার পর্যন্ত চলা এ কর্মসূচির মধ্যে আসা একটি ট্রেনে ছোড়া ঢিলে শিশুসহ কয়েকজন আহত হয়। এসময় ঢাকাগামী বিভিন্ন ট্রেন টঙ্গীসহ বিভিন্ন স্টেশনে আটকে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অন্যদিকে ঢাকা থেকেও কেউ যাত্রা করতে না পেরে কমলাপুর স্টেশনে অসহায়ত্ব প্রকাশ করেছেন।
রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বেলা ৩টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার পর কোনো ট্রেনই কমলাপুর ছেড়ে যেতে পারেনি। একইভাবে কোনো ট্রেন ঢাকায় ঢুকতে পারেনি।
দুপুর থেকে বিকাল পর্যন্ত কমলাপুর স্টেশনে শত শত যাত্রীকে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তাদের অনেকে স্টেশনে পত্রিকা, মাদুর পেতে শুয়ে থাকেন। কেউ বেঞ্চে বসে অপেক্ষায় থাকেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন- যারা ছোট শিশুদের নিয়ে এসেছেন, তারা।
দুপুর ১টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের বনলতা এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা।
ওই ট্রেনের যাত্রী হাসিনা বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২টার আগে স্টেশনে এসেছেন তারা। সঙ্গে স্বামী-সন্তান। তবে ট্রেন না আসায় স্টেশনে অপেক্ষায় আছেন তারা।
“অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য বসে আছি। ট্রেন আসেনি। বাচ্চারা খুব অস্থির হয়ে পড়েছে।"
কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রী বাবুল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২টা ৫৫ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। ১২টার আগে স্টেশনে এসেছি।
“কিন্তু ওই ট্রেন এখনো স্টেশনেই আসেনি, কখন যাবে বলতে পারছি না।”
কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজশাহী কমিউটার, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, তুরাগ কমিউটার, সিল্কসিটি, কালনী এক্সপ্রেস, জামালপুর কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল।
কমলাপুরের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাবে- এমন অনেক ট্রেন আটকে আছে।
“ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, টঙ্গী, ধীরাশ্রম, পূবাইলসহ বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে আছে। সেগুলো এলে ফেরত যাবে।"
স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করার পর বিকাল চারটা ১৫ মিনিটে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।
তিনি বলেন, “কিছু ট্রেন এখনো আসতেই পারেনি। যে সময় ছেড়ে যাওয়ার কথা, তখন ওইগুলো কমলাপুরেই আসেনি। ট্রেন আসার পর ওয়াশপিটে যাবে।
“আরও কিছু কাজ আছে। ফলে ট্রেনগুলো নির্ধারিত সময়ের ৩ থেকে ৪ ঘণ্টা দেরিতে ছাড়বে।"