ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলাম এ আদেশ দেন।
Published : 23 Jan 2025, 06:46 PM
ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মশিউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলাম এ আদেশ দেন।
আদালতে নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই আশরাফুল ওমর মশিউরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামির পক্ষে অ্যাডভোকেট আফজাল হোসেন জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে পাঠানোর আদেশ দেন।
বুধবার গভীর রাতে রাজধানীর সাইন্সল্যাব এলাকা থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
তারপর ২৫ নভেম্বর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ভবনে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী সোহাগ মিয়ার করা এ মামলায় অভিযোগ করা হয়েছে, ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিসিএসআইআর ভবনে ‘ভাংচুর ও অগ্নিসংযোগ’ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে প্রতিষ্ঠানটির ‘৪ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি’ হয়েছে।