তথ্য সফটওয়ারে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে কারিগরি সহায়তার প্রয়োজন হলে তথ্য ব্যবস্থাপনা বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
Published : 19 Jan 2025, 10:05 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশনস) ড. মো. আতাউল গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০২৫ সালের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে এবং ভর্তি শিক্ষার্থীর তথ্য আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্ট্রিগেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (আইপিইএমআইএস) সফটওয়্যারে আপলোড করতে হবে।
“এ বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাদের জানিয়ে নির্দেশনা জারি করেছে অধিদপ্তর।”
তথ্য সফটওয়ারে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে কারিগরি সহায়তার প্রয়োজন হলে তথ্য ব্যবস্থাপনা বিভাগে যোগাযোগ করতে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।