সাইবার নিরাপত্তা আইনের মামলায় তারা গ্রেপ্তার হন।
Published : 19 Sep 2024, 01:15 PM
সরকার পতনের পর নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পুলিশ সদস্যদের সংগঠিত করে আলোচনায় আসা কনস্টেবল শোয়াইবুর রহমান জয় ও নায়েক সজিব সরকারকে আরো দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান।
এর আগে গত সোমবার রাজধানীর শাহজাহানপুর থানার সাইবার নিরাপত্তা আইনের একই মামলায় তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার রিমান্ড ফেরত প্রতিবেদন দাখিল করে ফের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন নতুন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আব্দুল্লাহেল বাকী।
শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, “আসামিরা জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে। আসামি শোয়াইবুর রহমান ও সজিব সরকার তাদের ফেইসবুক আইডি ব্যবহার করে ব্যক্তিগত লাভের আশায় বিভিন্ন উষ্কানিমূলক পোস্ট করেছেন।
“তারা উভয়ই নিজে এবং তাদের অনান্য সহযোগীদের সাহায়তায় ছদ্মনামে বিভিন্ন ফেইসবুক আইডি খুলে তাতে একই ধরনের প্ররোচনা চালানোর কথা স্বীকার করেছেন।”
শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন বিচারক আরিফুর রহমান।
নতুন তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৬ সেপ্টেম্বর আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য শাহজাহানপুর থানা পুলিশ হেফাজতে নিলেও ১৭ সেপ্টেম্বর তারিখে মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর হয়েছে।
“ডিমএপি কমিশনার স্যার ১৭ তারিখে এই মামলার তদন্তভার আমাকে দিয়েছেন। এরপর থেকে তারা আমার হেফাজতে আছে।”
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৬ আগস্ট থেকে ১১ দফা দাবিতে পুলিশের কর্মবিরতি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন কনস্টেবল শোয়াইবুর। আন্দোলনের সামনের সারিতে ছিলেন নায়েক সজিবও।
পুলিশ কর্মকর্তারা বলেন, নিজেকে পুলিশ সংস্কার আন্দোলনের সমন্বয়ক দাবি করে পুলিশ সদস্যদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠাতেন শোয়াইবুর। পুলিশের দাবি দাওয়া নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বৈঠকেও তিনি অংশ নেন। পুলিশ নাট্য দলের সদস্য ছিলেন কনস্টেবল শোয়াইবুর। এ দলের সবশেষ পরিবেশনায় ‘শেখ কামাল’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।