শ্রম ভিসার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা চালাচ্ছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।
Published : 13 Jun 2024, 12:25 AM
আট মাস পর উপসাগরীয় দেশে থাকা বাংলাদেশিদের জন্য ১০ ধরনের ভিসার ক্ষেত্রে বিধিনিষেধ তুলে দিয়েছে ওমান সরকার; তবে এর মধ্যে শ্রম ভিসা নেই।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপসাগরীয় দেশটির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অভিবাসন নীতি পর্যালোচনার অংশ হিসেবে অফিসিয়াল পাসপোর্টধারী ছাড়া অন্য সবার জন্য সব ধরনের ভিসা দেওয়া ২০২৩ সালের অক্টোবরে বন্ধ করে দিয়েছিল ওমানের রাজকীয় পুলিশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশে থাকা বাংলাদেশিদের জন্য সব ধরনের অফিসিয়াল, ফ্যামিলি, প্রকৌশলী, চিকিৎসক, নার্স, শিক্ষক, হিসাব রক্ষক, বিনিয়োগকারী, অধিক উপার্জনকারী পর্যটক এবং ভ্রমণ ভিসার বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ওমান।
শ্রম ভিসার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা চালানোর কথা তুলে ধরে ওমানে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “দূতাবাসের নোটে নিশ্চিত করা হয়েছে যে, ওমান ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রম ভিসার বিধিনিষেধ তুলে নেওয়ার ক্ষেত্রে কাজ করছে।”