সবশেষ গত রোববার সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
Published : 06 Jan 2025, 09:42 PM
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদায়ন করেছে সরকার।
আর গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়ন করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর শামীম আরাকে কুষ্টিয়ার ডিসি হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ৬ দিনের মাথায় সোমবার সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণলায়ের আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
গেল ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লিগ সরকারের পতনের পর থেকেই প্রশাসনসহ সর্বস্তরে ব্যাপক পরিবর্তন এবং রদবদল হচ্ছে।
সবশেষ গত রোববার সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
পুরনো খবর
সিনিয়র সহকারী সচিব হলেন ১৫ জন