দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে এ মামলায়।
Published : 28 Aug 2024, 05:29 PM
দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছেন একজন আইনজীবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন মঙ্গলবার মধ্যরাতে শাহবাগ থানায় এ মামলা করেন বলে ওসি শাহাবুদ্দিন শাহিন জানান।
এর আগে গত রোববার খায়রুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা হয়। ১৩ বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে রায় দেওয়ার ঘটনায় মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া।
সেই মামলায় খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়।
এ বি এম খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। তার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়।
খায়রুল হক অবসরে যাওয়ার পর ২০১৩ সালের ২৩ জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা পুনর্নিয়োগ দেওয়া হয় তাকে।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর পরিবর্তনের ডামাডোলের মধ্যে আইন কমিশন থেকে পদত্যাগ করেন বিচারপতি খায়রুল হক।