উৎসবের শেষ দিন মঙ্গলবার শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে বসবে বৈশাখী মেলা।
Published : 14 Apr 2025, 06:26 PM
বাউল গানে নতুন বছর বরণ করে নিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
গুলশানের শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে এবার তিন দিনব্যাপী বর্ষবরণ উৎসব আয়োজন করেছে ডিএনসিসি।
উৎসবের দ্বিতীয় দিন সোমবার সকালে বাউল সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের আয়োজন।
‘বারামখানা’ ও ‘পল্লীবাংলা’ নামের দুটি বাউলদল দুপুর পর্যন্ত গান শোনান দর্শক-শ্রোতাদের।
বিকালে হয় কনসার্ট। এতে গান শোনায় তারার মেলা সঙ্গীত একাডেমি, ব্যান্ডদল ঘাসফড়িং কয়ার, শিরোনামহীন ও প্লাজমিক নকের শিল্পীরা।
উৎসবের শেষ দিন মঙ্গলবার দুপুর থেকে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে বসবে বৈশাখী মেলা।
এদিন বিকাল সাড়ে ৩টায় হবে মঞ্চনাটক ‘জলছবি’। বিকালে হবে ‘নগর ভাবনা’ অধিবেশন। সমাপনী অনুষ্ঠান হবে রাতে। সমাপনীতেও থাকছে কনসার্ট।
এতে ব্যান্ডদল এফ মাইনর, সিউডোস অন এ রং রুট এবং দ্যা রোভারের সঙ্গীত পরিবেশনের কথা আছে।