ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মলেনের ফাঁকে এই বৈঠকে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
Published : 22 Jan 2025, 08:28 PM
সুইজারল্যান্ডের ডাভোসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মলেনের ফাঁকে এই বৈঠকে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সুইজারল্যান্ডে পৌঁছান মুহাম্মদ ইউনূস।
সম্মেলনের ফাঁকে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টুব, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে তার বৈঠক হয়।
এছাড়া মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল গনেস ক্যালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালার সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের সূচি রয়েছে।
সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি সংলাপে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত থাকবেন।
আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।