“তারা 'আয়নাঘর' দেখতে চান। গুমসহ বিভিন্ন বিষয়ে বিচারের দাবিও তুলেছেন তারা”, বলেন র্যাব কর্মকর্তা জাহিদুল করিম।
Published : 07 Feb 2025, 11:31 PM
বিগত সরকারের আমলের বহুল আলোচিত ‘আয়নাঘর উন্মোচন’ এবং এর সঙ্গে জড়িতদের বিচার দাবিতে ঢাকার উত্তরায় র্যাব-১ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ‘কাউন্সিল অ্যাগেইন্সট ইনজাস্টিস’ (সিএআই) নামে একটি সংগঠন।
শুক্রবার বিকাল ৪টা থেকে সিএআই ব্যানারে ৩০-৪০ জন এ কর্মসূচি শুরু করেন। এতে র্যাব-১ এর কোনো গাড়ি কার্যালয় থেকে বের হতে পারছে না; ফলে 'স্বাভাবিক কার্যক্রম' ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন র্যাব কর্মকর্তার।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম বলেন, "তারা র্যাব-১ এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা 'আয়নাঘর' দেখতে চান। গুমসহ বিভিন্ন বিষয়ে বিচারের দাবিও জানিয়েছেন তারা।
"উনাদের আমরা অনুরোধ করে বলেছি যে, আপনাদের অবস্থান কর্মসূচির কারণে আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা সাধারণ মানুষের নিরাপত্তায় যে কাজ করি, সেই কার্যক্রম ব্যাহত হচ্ছে।"
জাহিদুল করিম বলেন, “উনাদের আমরা অনুরোধ করেছি যে আপনারা অবস্থান কর্মসূচি পালন করেন তাতে সমস্যা নাই, গেটের পাশে করেন, যেন আমরা কার্যক্রম ঠিকভাবে চালাতে পারি। উনারা যে দাবি করছেন সেটা র্যাব-১ এর পক্ষে মেটানো সম্ভব নয়। কারণ আমাদের সেই ক্ষমতা নাই।"
এই বিষয় গুম কমিশন এবং সরকার দেখবে মন্তব্য করে তিনি বলেন, "আমরা আসলে কী করতে পারি?"
র্যাবের এই কর্মকর্তা বলেন, "আমাদের প্রধান ফটক দিয়ে গাড়ি বের হতে পারছে না। আমরা ছিনতাইসহ রাতে যেসব অপরাধ সংঘটিত হয়, সেগুলো প্রতিরোধে টহলে যাই।"
অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সিএআই'র আহ্বায়ক মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক রিজওয়ান ও শাহ জামাল সজীব।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, র্যাবের দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার; গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণ।
গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল গঠনের দাবিও তুলেছেন তারা।