দেশে সরকারের পট পরিবর্তনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বালু খেকোদের তৎপরতা বেড়ে যায়, বলছে কোস্ট গার্ড।
Published : 20 Mar 2025, 10:26 PM
দেশের পাঁচটি নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গত ছয় মাসে চালানো অভিযানে ১৫৩ জনকে গ্রেপ্তার ও শতাধিক নৌযান জব্দের তথ্য দিয়েছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড বলছে, দেশে সরকারের পট পরিবর্তনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নদী তীরবর্তী অঞ্চলে বালু খেকোদের তৎপরতা বেড়ে যায়। নির্বিচারে বালু উত্তোলনের কারণে নদী তীরবর্তী গ্রামগুলোর ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হয়।
“বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের আবেদনে কোস্ট গার্ড মেঘনা নদী সংলগ্ন চাঁদপুরের মতলব, মোহনপুর, ষাটনল, কালিপুর, মুন্সীগঞ্জ ও কবুতর খোলা এলাকা এবং একই নদী সংলগ্ন ভোলার লালমোহন, ইলিশা, তেঁতুলিয়া নদী সংলগ্ন বেদুরিয়া, লতারচর, মুক্তিযোদ্ধা চর এলাকায় অভিযান জোরদার করে। এ ছাড়া খুলনার শিবসা ও আড়পাঙ্গাসিয়া নদী সংলগ্ন কয়রা, ঘরিলাল বাজার, আংটিহারা, তেঁতুলতলা ও বটিয়াঘাটা এলাকা এবং বিশখালী নদী তীরবর্তী গোলবুনিয়া এলাকাসহ লাউকাঠি নদী সংলগ্ন পটুয়াখালীর লাউখালী ও দুর্গাপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়।”
অভিযানে বালু উত্তোলনকারী ৭৬টি ড্রেজার, বালুবাহী ১০৬ নৌযান, পাঁচটি এস্কেভেটর জব্দ এবং ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়।