খবর পেয়ে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিয়ে যায়।
Published : 27 Apr 2025, 03:55 PM
ঢাকার রমনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়ার পর সেটি উদ্ধার করে নিয়ে গেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
শনিবার সকালে উপদেষ্টার বাসভবনের বাগান থেকে বন্ধ ‘ড্রোনটি’ উদ্ধারের কথা জানিয়েছেন সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপকমিশনার মো. শাহজাহান হোসেন।
তিনি বলেন, “বাগানের মালী প্রথমে ড্রোনটি দেখতে পেয়ে উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে জানান। পরে তিনি পুলিশে খবর দিলে আমরা গিয়ে ড্রোনটি নিয়ে আসি।”
প্রাথমিকভাবে এটিকে ‘খেলনা ড্রোন’ মনে হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা সেখানে কোনো মেমোরি কার্ড পাইনি। তারপরেও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”
আইন উপদেষ্টার বাসভবনের মূল ভবনের পশ্চিম পাশে ঘাসের ওপর ড্রোনটি পড়ে ছিল। শনিবার সকাল ৯টার দিকে ঝাড়ু দিতে গিয়ে দেখতে পান বাগানের মালী।
পরে খবর পেয়ে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিয়ে যায়।
ফরেনসিক টিমের এক কর্মকর্তা বলেন, “ড্রোনটির ওজন প্রায় আড়াইশ গ্রাম ও সেটিতে ‘মেইড ইন চায়না’ লেখা রয়েছে।
“বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে আগেরদিন শুক্রবার সন্ধ্যায় ড্রোনটি আইন উপদেষ্টার বাসভবনে এসে পড়েছে। কারা ড্রোনটিকে সেখানে অবতরণ করিয়েছে কিংবা পড়ে গেছে বিষয়টি জানা যায়নি।”