শনিবার ধানমন্ডির অবসর ভবনের একটি অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিটিটিসি।
Published : 28 Jul 2024, 07:13 PM
রাজধানীর ধানমন্ডির অবসর ভবন থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতিসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এই তিনজন হলেন– ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াত নেতা খন্দকার মিজানুর রহমান এবং মোহাম্মদ আব্দুর রশিদ।
মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক আবুল বাশার রোববার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী আব্দুর রাজ্জাক রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জাকি-আল ফারাবী আসামিদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে আদালতের সাধারণ নিবন্ধন শাখার এসআই মাহফুজুর রহমান জানান।
শনিবার ধানমন্ডির অবসর ভবনের একটি অফিসে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে সিটিটিসি। এ সময় তাদের কাছ থেকে ককটেল-গোলাবারুদ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় সিটিটিসির পরিদর্শক এস এম গফফারুল আলম ১০৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৪০০/৫০০ জনকে আসামি করে ধানমন্ডি মডেল থানায় থানায় মামলা দায়ের করেন।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান এর আগে বলেছিলেন, “কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ধানমন্ডি এবং মোহাম্মদপুর এলাকায় যে নারকীয় নাশকতার ঘটনা ঘটেছে সেটাতে রাশেদুল ইসলাম মূল নেতৃত্ব দিয়েছে।”
পুরনো খবর