আওয়ামী লীগ সরকারের পতনের পরপর তারা গ্রেপ্তার হন।
Published : 02 Dec 2024, 01:04 PM
আওয়ামী লীগ সরকারের তিন মন্ত্রী- জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে আরেকটি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে পুলিশের আবেদন সোমবার মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম ইমরান আহমেদ।
এদিন সকালে কারাগার থেকে তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
এর মধ্যে ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঢাকার রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজন গার্মেন্ট কর্মীকে গুলি করে হত্যার মামলায়। আর মেননকে গ্রেপ্তার দেখানো হয়েছে মগবাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যাচেষ্টার মামলায়। এছাড়া শাহবাগ থানার একটি হত্যা মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ ও তার শরিক জোটের এসব নেতা ঢাকায় গ্রেপ্তার হন।