কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন এমডি রউফ।
Published : 18 Sep 2024, 11:51 AM
যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই অংশে ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মেটোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে।"
ভায়াডাক্ট দেবে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে আসা তথ্য সঠিক নয় জানিয়ে ডিএমটিসিএল এমডি মোহাম্মদ আব্দুর রউফ বলেন, "ফার্মগেট স্টেশনে ট্রেনের নিচের যে ভায়াডাক্টের তিনটা লেন আছে, সেখানে মাঝদিয়ে যে স্প্রিংটা থাকে- তা ডিসপ্লেস হয়ে গেছে।
“যার কারণে আপাতত এই স্টেশন দিয়ে মেট্রোরেল চালানো থেকে বিরত রাখা হয়েছে, এটা মূলত সেইফটির জন্য। উত্তরা থেকে সরাসরি মতিঝিল ট্রেন চলছে না।”
এই স্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরু হতে কত সময় লাগতে পারে, এ প্রশ্নের উত্তরে তিনি বেলা সোয়া ১১টায় বলেন, “অলরেডি কাজ শুরু হয়েছে, আশা করছি দুই ঘণ্টার মধ্যে আমরা চালু করতে পারব।"