সাক্ষাতে বিচারব্যবস্থার ডিজিটালাইজেশন নিয়েও আলোচনা হয়।
Published : 03 Feb 2025, 09:35 PM
মানুষের মৌলিক অধিকার রক্ষায় একটি নিরপেক্ষ ও দক্ষ বিচার বিভাগ ‘অপরিহার্য’ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, "মৌলিক অধিকার রক্ষা, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা বাড়াতে একটি শক্তিশালী, নিরপেক্ষ ও দক্ষ বিচার বিভাগ অপরিহার্য।"
প্রধান বিচারপতির কার্যালয়ে গত বৃহস্পতিবার এই সাক্ষাৎ হওয়ার তথ্য সংবাদমাধ্যমে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।
এদিকে সোমবার ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রধান বিচারপতিকে ‘ধন্যবাদ জানিয়ে’ একটি পোস্ট দেওয়া হয়।
সেখানে বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাতে বিচারব্যবস্থার ডিজিটালাইজেশন নিয়েও আলোচনা হয়।