“পলাতক শাহ আলমকে ধরতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে,” বলেন বর্তমান ওসি মহিবুল্লাহ।
Published : 10 Jan 2025, 03:28 PM
পুলিশ হেফাজত থেকে ঢাকার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ তথ্য জানিয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, "পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া শাহ আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
বৃহস্পতিবার দুপুরে উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে পালিয়ে যান শাহ আলম, যাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আগের দিন কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
উত্তরা পূর্ব থানা থেকে আদালতে নেওয়ার প্রস্তুতির মধ্যে শাহ আলম পালিয়ে যান বলে জানিয়েছেন বর্তমান ওসি মহিবুল্লাহ।
তিনি বলেন, "পলাতক শাহ আলমকে ধরতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। আশা করছি, খুব দ্রুতই ভালো খবর দিতে পারব।"
সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি মহিবুল্লাহ।
পুলিশ কর্মকর্তারা জানান, শাহ আলম কুষ্টিয়ার প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরকার বদলের পর তাকে সেখানে বদলি করা হয়েছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ অগাস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ আলম। আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে গত ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে আসামি করা হয়।