Published : 17 Aug 2024, 05:05 PM
আওয়ামী লীগ সরকারের পতনের পর সড়ক পরিবহন খাতের প্রভাবশালী নেতা খন্দকার এনায়েত উল্লাহর মালিকানাধীন এনা পরিবহনের ঢাকা-ময়মনসিংহ রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
এই রুটে এনা পরিবহনের সবগুলো কাউন্টার দখল করে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ।
শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছি। ঢাকা-ময়মনসিংহ রুটের আমার পরিবহনের সবগুলো কাউন্টার দখল করে ফেলেছে। বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। এভাবে সবগুলো রুটই হয়ত তারা দখল করে নিবে।”
কারা দখল করছে- এমন প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না, কারা করছে সেটা খোঁজ নিলেই জানতে পারবেন।”
মালিক সমিতির নেতা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন এনায়েত উল্লাহ। তার মালিকানাধীন বাস ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রংপুরসহ বিভিন্ন রুটে চলাচল করে।
রুট বন্ধ হয়ে গেলে বাসগুলোর কী হবে এমন প্রশ্নে এনায়েত উল্লাহ বলেন, “আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। যারা এগুলো করছে, আল্লাহ তাদের বিচার করবেন।"
মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনা পরিবহনের বাস মালিক সমিতির নিয়ন্ত্রণে চলাচল করত না। সেগুলো খন্দকার এনায়েত উল্লাহসহ অন্য মালিকরা পরিচালনা করতেন। শুক্রবার থেকে তাদের বাস চলাচল বন্ধ আছে।”
এনা পরিবহনে এনায়েত উল্লাহ বাদেও অন্য মালিকদের বাস আছে জানিয়ে মালেক বলেন, “এনায়েত সাহেবের গাড়িগুলো বন্ধ আছে। বাকি মালিকরা তাদের বাসগুলো ‘ইউনাইটেড পরিবহনের’ ব্যানারে চালাচ্ছেন। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এটা করা হয়েছে।”
তুমুল গণআন্দোলনে গত ৫ অগাস্ট তীব্র ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। ক্ষমতার পালাবদলের সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের রদবদল ঘটছে। মালিকানা ও আধিপত্যে ঘটছে পরিবর্তন।