দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Published : 03 Apr 2023, 02:25 PM
ঢাকায় ভোরের রাস্তায় গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে বাসাবো মসজিদের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সবুজবাগ থানার এসআই সবুজার আলী জানিয়েছেন।
নিহত রিপন (৩৫) খিলগাঁওয়ে থাকতেন; কমলাপুর আইসিডিতে গাড়ি ধোলাইয়ের কাজ করতেন তিনি।
এসআই সবুজার আলী বলেন, খিলগাঁওয়ের বাসা থেকে বাইসাইকেল চালিয়ে কমলাপুর আইসিডিতে যাওয়ার সময় পথে গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন রিপন।
খবর পেয়ে পুলিশ গিয়ে রিপনকে উদ্ধার করে সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যান বলে জানান পুলিশের এই এসআই।
দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।