পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই হাছান মাহমুদের প্রথম বিদেশ সফর।
Published : 19 Jan 2024, 08:20 PM
জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ঊনবিংশতম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে উগান্ডার রাজধানী কাম্পালায় গেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার বিকালে মধ্য উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেনিয়ায় বাংলাদেশের হাই কমিশনার তারেক মুহাম্মদ, তিনি একইসঙ্গে উগান্ডায় বাংলাদেশের রাষ্ট্রদূত।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিতও এ সময় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই হাছান মাহমুদের প্রথম বিদেশ সফর। বুধবার রাতে তার ঢাকা ছাড়ার কথা থাকলেও আববহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হয়। একদিন পর বৃহস্পতিবার রাতে কাম্পালার উদ্দেশ্যে রওনা হন তিনি।
১৫ জানুয়ারি কাম্পালায় শুরু হওয়া ছয় দিনব্যাপী শীর্ষ সম্মেলনের প্রথম দুদিন জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠক হয়।
এর পরের দুদিন মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ। তার সঙ্গে রাষ্ট্রদুত মুহাম্মদ আবদুল মুহিত এবং হাই কমিশনার তারেক মুহাম্মদ প্রতিনিধি দলের সদস্য হিসাবে ছিলেন।
শীর্ষ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শুক্র ও শনিবার, যাতে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
দুই মেরুর বিশ্বে স্নায়ুযুদ্ধের কালে ১৯৬১ সালের ১ সেপ্টেম্বর বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এই বৈশ্বিক জোটে সক্রিয় ভূমিকায় ছিল।
বর্তমানে ১২০ সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘের পর এটাই সবচেয়ে বড় বৈশ্বিক জোট। পাশাপাশি আরও ২০ পর্যবেক্ষক রাষ্ট্র ও ১০ আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে শীর্ষ বৈঠক হবে।